পেট ব্যথা হলে যা করণীয়, চিকিৎসা বিজ্ঞান কি বলে?

 পেট ব্যথা এমন একটি অসুখ যা হুট করেই হয়ে থাকে। বসে আছেন কিংবা শুয়ে হটাত করেই শুরু হতে পারে পেট ব্যথা। কিছু ক্ষেত্রে পেট ব্যথা সহনীয় পর্যায়ে থাকে আবার কিছু সময় তা অসহনীয় হয়ে ওঠে।

এই পেট ব্যথা নিয়ে অনেকেই পড়েন যায় নানা ধরণের দ্বিধায়। এমন দ্বিধায় পড়ে যাওয়ার কারণ হচ্ছে আসলে কি কারণে পেট ব্যথা হচ্ছে সেটা না জানা।

পেট ব্যথার প্রতিকার বা সমাধান জানার পূর্বে আমাদের জেনে রাখা জরুরী হচ্ছে পেট ব্যথার কারণ জনা। আসুন জেনে নেই পেট ব্যথার আসল কারণ।



পেট ব্যথার কারনঃ

বিভিন্ন কারণে মূলত পেট ব্যথা হতে পারে। এসব কারণ গুলোর কারণে পেটের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে। পেট ব্যথার ধরণ দেখে কারণ শনাক্ত করা যেতে পারে। 

১. গ্যাস্ট্রিকের কারণে যদি পেট ব্যথা হয় তবে ব্যথার শুরু হয় পেটের উপরের দিকে মাঝখানে। কখনো কখনো চিন চিন ব্যথাও হতে পারে আবার জ্বালা পোড়ার মতোও হতে পারে। অনেক সময় ব্যথার পাশাপাশি টক ঢেকুর এবং বমিও হতে পারে। শরীর থেকে প্রচুর ঘাম ঝড়তে পারে।


২. অগ্নাশয়ের সমস্যার কারণে যদি পেট ব্যথা হয় তবে তা পেটের বা দিকে হয়ে থাকে। এই ব্যথা বেশীর ভাগ ক্ষেত্রে তীব্র হতে পারে। মাঝে মাঝে পিছন দিক থেকেও শুরু হতে পারে সাথে বমি বমি ভাব বা বমিও হতে পারে।


৩. কিডনিতে পাথর হলে পেটে ব্যথা হতে পারে। কিডনি যেখানে থাকে তার সমান্তরালে পেটের ঐ অংশে ব্যথা হতে পারে। ধীরে ধীরে তলপেটে চলে যেতে পারে। এ ধরণের ব্যথা অনেক তীব্র হয়ে থাকে। মাঝে মাঝে থেমে যায় আবার শুরু হয়। কিডনিতে ইনফেকশন হলেও এমন ব্যথা হতে পারে।

এখান থেকে জেনে নিন, কিডনি রোগের লক্ষণ এবং কিডনি রোগের কারণ


৪. অ্যাপেন্ডিসাইটিস হলে পেটে তীব্র ব্যথা হয়ে থাকে। এই ব্যথা নাভির মাঝ স্থান থেকে শুরু করে পুরো তলপেটে ছড়িয়ে পড়ে। এ ধরণের ব্যথায় তলপেটে চাপ দিলে প্রচুর চিনচিনে ব্যাথা অনুভূত হবে।


৫. পিত্তথলিতে পাথর হলে প্রচুর মাত্রায় পেট ব্যথা হতে পারে। এই ধরণের ব্যথা পেটের ডান দিকে এবং পিছন দিকে ছড়িয়ে পড়ে। এই ব্যথার পাশাপাশি প্রচুর বমিভাব থাকতে পারে। চিন চিনে ব্যাথা সাথে প্রচুর জ্বর থাকতে পারে। সাথে খাবারে অরুচি থাকবে।


৬. মেয়েদের জরায়ুতে সমস্যার কারণে বা ইনফেকশনের কারণে পেট ব্যথা হতে পারে এবং সাথে হালকা জ্বরও থাকতে পারে। এর পাশা পাশি প্রসাবে জ্বালাপোড়া হয়ে থাকে।


৭. কোষ্ঠকাঠিন্য থাকলে পেট ব্যথা হবে এটা নিশ্চিত। এ ধরণের পেট ব্যথা পেটের পুরো অংশে হয়ে থাকে। অস্থিরতা অনেক বেশি থাকে।


জেনে নিন, ডায়াবেটিস কি?


৮. ফুড পয়জনিং এর কারনেও পেট ব্যথা হতে পারে। এছাড়াও বদহজম, কিংবা আমাশয়েও তলপেটে নাভির কাছে তীব্র ব্যথা চিনচিনে ব্যথার সৃষ্টি হয়। 


৯. অন্ত্রে ক্যান্সার হলে পেটে তীব্র ব্যথা হতে পারে। সাথে ওজন কমে যাওয়া, রক্ত অল্পতা, শারীরিক দুর্বলতা, অতিরিক্ত মাত্রায় ঘাম ইত্যাদি হতে পারে।


পেট ব্যথার কারণ তো জানা গেল, এখন আসি করণীয় কি? 


শরীরের যে কোন সমস্যার ক্ষেত্রে করণীয় হচ্ছে একজন ভালো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। যদি তাৎক্ষণিক ডাক্তারের শরনাপন্ন হতে না পারেন তবে ব্যথার কারণ বুঝে ওষুধ সেবন করতে পারেন। 


আজ এই পর্যন্ত, আগামীতে দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। প্রয়োজনীয় বাংলা হেলথ টিপস পেতে আমাদের সাথেই থাকুন।


সেরা ওয়েবসাইট লিস্ট 

শারীরিক দুর্বলতা কাটাতে কি করা প্রয়োজন?

Comments

Popular posts from this blog

৩ টি সেরা টিপস প্রদানকারী ওয়েবসাইট

শারীরিক দুর্বলতা কাটাতে যা করণীয়