অনলাইন জগতে কোটি কোটি ওয়েবসাইট আছে এ তথ্য আমরা কম বেশি সবাই জানি। কিন্তু আমরা কি জানি? কোন ওয়েবসাইট কেমন? কোন ওয়েবসাইট থেকে তথ্য নেয়া বিপদজনক নয়? এবস প্রশ্ন সব সময় মাথায় ঘুরপাক খায়। আসুন আজকে আমি এমন তিনটি বাংলা টিপস প্রদানকারী ওয়েবসাইটের নাম বলবো এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো। আসুন জেনে নেই বাংলা ভাষায় প্রকাশিত তিনটি সেরা ওয়েবসাইট যারা বাংলা টিপস প্রদান করে থাকে। ৩ টি সেরা টিপস প্রদানকারী ওয়েবসাইট ১. হেল্প টিউন বিডি Bangla Health Tips , ইসলামের কথা, লাইফস্টাইল টিপস, বিজ্ঞান ও প্রযুক্তি, পড়াশুনা ইত্যাদি বিষয়ক লেখা প্রকাশ করে থাকে হেল্প টিউন বিডি। ২০২০ সালে যাত্রা শুরু করে এই সাইটটি। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন টিপস সংগ্রহ করতে পারেন। তবে চিকিৎসা বিষয়ক টিপসগুলোর ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিৎ। ২. ইবাংলা২৪ ইবাংলা২৪ টিপস প্রদানকারী অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে দেশের খবর চাকুরীর খবর সহ বিভিন্ন ধরণের টিপস যেমন, স্বাস্থ্য, চিকিৎসা, লাইফস্টাইল, পড়াশুনা ইত্যাদি পেতে পারেন। একটা কথা মাথায় রাখা অনেক জরুরী যে, অনলাইনে চিকিৎসা বিষয়ক তথ্য নিয়ে সে অনুযায়ী নিজ...
Comments
Post a Comment